অলিউর রহমানের বহিষ্কারাদেশ তুলে নিল স্বেচ্ছাসেবক দল‎

শেয়ার করুন



‎বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পটুয়াখালীর দুমকি উপজেলা শাখার সদস্য জিএম অলিউর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সিদ্ধান্ত মোতাবেক তার ওপর আরোপিত এই দণ্ড তুলে নেওয়া হয়।

‎​সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জিএম অলিউর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে দেওয়া বহিষ্কার আদেশটি পুনর্বিবেচনা করে এবং তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

‎​কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান ইতোমধ্যে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কার আদেশ প্রত্যাহারের ফলে অলিউর রহমান এখন থেকে দলের প্রাথমিক সদস্যপদ ফিরে পেয়েছেন এবং সংগঠনের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রমে পুনরায় অংশগ্রহণ করতে পারবেন। তার ওপর এখন থেকে আর কোনো সাংগঠনিক বিধিনিষেধ কার্যকর থাকবে না।

‎​এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য এবং সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের অবগতির জন্য কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত