মধ্যরাতে শ্বশুর বাড়িতে তারেক রহমান, চাইলেন ধানের শীষে ভোট

দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীসহ এলাকাবাসীর উদ্দেশ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট চান তারেক রহমান। ছবি: সংগৃহীত
শেয়ার করুন

সিলেটে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করতে গিয়ে শ্বশুর বাড়ির আতিথেয়তা পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মধ্যরাতে তার শ্বশুর বাড়ি দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুর গ্রামে যান। রাত সাড়ে ১২টার দিকে সেখানে পৌঁছালে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান।

এর আগে বাড়ির রাস্তার স্থানে স্থানে তাকে অভ্যর্থনা জানান এলাকার লোকজন। আত্মীয় স্বজন ও স্থানীয় বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার মাহফিলে যোগ দেন তারেক রহমান। মাহফিলে অংশ নেওয়া লোকজনের জন্য ৪৩ হাঁড়ি খাবার রান্না করে খাওয়ানো হয়।

দোয়া মাহফিল শেষে আত্মীয়-স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। উপস্থিত নেতাকর্মীসহ এলাকাবাসীর উদ্দেশ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন তারেক রহমান।

নির্বাচনের প্রচার শুরু করার জন্য গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামেন তিনি। ৯টা ১৮ মিনিটে হজরত শাহজালাল (রহ) এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়ি রওনা দেন।

রাত সাড়ে ১২টার দিকে শ্বশুর বাড়ি পৌঁছান বিএনপির চেয়ারম্যান। সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান তার শ্বশুর। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে। সেখানে খালেদা জিয়ার স্মরণে সভা অনুষ্ঠিত হবে। শেষ করে রাতেই আবার গ্র্যান্ড হোটেলে ফিরবেন।

মাজার জিয়ারতের মাধ্যমে আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে বক্তৃতা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০০৫ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এই মাঠে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি।

এদিকে রাত থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তারেক রহমানের সিলেটে কোথায় কোন কর্মসূচি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহদী আমিন সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। রাতে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন এবং বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগদান করবেন।

এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট বিএনপি। আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মঞ্চও প্রস্তুত করা হয়েছে। ৩০ ফুটের ওই মঞ্চে ৩০০ জন অতিথি বসার উপযুক্ত করে তৈরি করা হয়েছে। নগরীতে বিভিন্ন স্থানে তোরণ, বিলবোর্ড, সাইনবোর্ড লাগানো হয়েছে। নেতাকর্মীরা শত শত শুভেচ্ছা ব্যানার লাগিয়েছেন সমাবেশস্থল এলাকায়। বৃহস্পতিবার সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনের বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমান বুধবার রাতে সিলেট পৌঁছে বিমানবন্দর এলাকার গ্র্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রি যাপন করবেন। রাতে মাজার জিয়ারত এবং বৃহস্পতিবার সকাল ১০টায় ওই হোটেলে অরাজনৈতিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের পর বেলা ১১টার দিকে মাদ্রাসা মাঠের জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান।

পরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। বেলা ২টায় সেখানে সমাবেশ শেষে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।


শেয়ার করুন

এই সম্পর্কিত