বীর মুক্তিযোদ্ধা এস এম ইমাম উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ
আজ ২৩ জানুয়ারি, শুক্রবার বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক প্রথম শ্রেণির কর্মকর্তা এস এম ইমাম উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শুভানুধ্যায়ী মহলে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হচ্ছে।
মরহুম এস এম ইমাম উদ্দিন ঢাকা সিটি করপোরেশনের একজন সৎ, সাহসী ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। কর্মজীবনে তিনি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সোচ্চার ভূমিকা পালন করেন এবং অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আপসহীন ছিলেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোতে তিনি জীবনবাজি রেখে ৯ নম্বর সেক্টরের অধীন সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের নেতৃত্বে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধকালীন সময়ে তিনি গুরুতর আহত হন এবং একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রাখেন।
কর্মজীবন ও মুক্তিযুদ্ধের পাশাপাশি সমাজ উন্নয়নেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। নিজ জন্মভূমি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ঘোড়াধাড়ী গ্রামে তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেন। ধর্মীয় ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই মানুষটি আজীবন সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
মরহুমের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জুমা মরহুমের বড় ছেলে
বাংলাদেশ সিটি ও পৌর কামচারী ফেডারেশন এর মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন ঢাকাসহ মানিকনগর, ১০ নং ধলপুর সিটি করপোরেশন ষ্টাফ কোয়ার্টার জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন এবং তাঁর নিজ গ্রাম নায়েরগাঁও দক্ষিণ ঘোড়াধাড়ী গ্রামে অবস্থিত বাইতুল আকসা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করাও হবে।
