ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারও একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। তারা নিরীহ মা-বোনদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করছে। যারা এই কাজ করছে তাদের মানুষ চেনে। যারা আজ ষড়যন্ত্র করছে, তারাই ১৯৭১ সালে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ওই দলের ষড়যন্ত্র মানুষ ৫০ বছর আগেই দেখে ফেলেছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনগত রাতে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে ভোটের অধিকার আমরা অর্জন করেছি শুধু ভোট দিলেই আমাদের চলবে না। এই ভোট দেয়ার মাধ্যমে আপনাকে নিশ্চিত করতে হবে কারা আপনাদের জন্য কাজ করবে।
তিনি আরও বলেন, কারা দেশের জন্য কাজ করবে, কারা দেশকে এগিয়ে নেবে, তা জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। দেশের মালিক জনগণ। এই মালিককেই ঠিক করতে হবে দেশ সঠিক পথে চলবে কি না।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, যারা ১৯৭১ সালে দেশের বিরোধিতা করেছিল এবং গত ১৫ বছরে দেশকে পিছিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দল একটাই, বিএনপি। আপনারা আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিন।
তিনি বলেন, আমরা ফ্যামিলি কার্ড চালু করতে চাই, এই কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো। কৃষকদের জন্য থাকবে কৃষি কার্ড। কৃষক ভাইদের সার-বীজসহ প্রয়োজনীয় সব সুবিধা বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তরুণদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে। যাতে আমাদের যুব সমাজ দেশে ও বিদেশে চাকরি করার সুযোগ পায়। একইসঙ্গে তিনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেমদের জন্য সম্মানীর ব্যবস্থা করার কথাও জানান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, ২০২৪ সালে দেড় হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা আবার ভোটের অধিকার ফিরে পেয়েছি। তাই এবার ভোট দিতে হলে শুধু সকাল সকাল গেলেই হবে না। তাহাজ্জতের সময় উঠে ভোট কেন্দ্রের পাশে ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়ানোর আহবান জানান তিনি।
এই সময় তিনি উপস্থিত জনতার সামনে কিশোরগঞ্জ জেলার বিএনপির মনোনীত এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ভৈরব স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এবং জনসভার সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া।
জনসভায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল থেকেই পুরো স্টেডিয়ামে দলীয় নেতা-কর্মীরা অবস্থান করেন। রাত সাড়ে ১২টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্টেডিয়ামে আসেন। এরপর সেখানে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের বক্তব্যের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেন।
