ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসায় ছেলের আকুতি

শেয়ার করুন

দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার হতদরিদ্র নারী নাছিমা বেগম (৪৩)। নাছিমা কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকী গ্রামের মৃত ফুল মিয়ার স্ত্রী। তার একমাত্র ছেলে মো. বাদল মিয়া মায়ের চিকিৎসায় সহযোগিতার জন্য আকুতি জানিয়েছেন।
সাম্প্রতিক বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. মো. শাহ আলম সরকার, ঢাকার ইবনে সিনা হাসপাতাল এবং ডেলটা হাসপাতাল লিমিটেড চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি রাজধানীর ক্যানসার বিশেষজ্ঞ ডা. তানজিরা আক্তার মিতুর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। বর্তমানে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগানো নাছিমার পরিবারের পক্ষে সম্ভব নয়। এ কারণে অসুস্থ মাকে বাঁচাতে মানবিক সহযোগিতা কামনা করেছেন নাছিমার ছেলে মো. বাদল মিয়া। বাদল মিয়া বলেন, আমাদের কোনো সহায়-সম্পদ নেই। আর্থিক সংকটের কারণে মাকে কেমোথেরাপি দেওয়া যায়নি। বিত্তবানরা সহযোগিতা করলে মায়ের জীবন বাঁচতে পারে। তাকে পুরোপুরি সুস্থ করতে এখনো অন্তত ১০ লাখ টাকার প্রয়োজন।

তাকে আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা: নাছিমা বেগম, মোবাইল: ০১৩০৭-৬৫৭৪৯৭ (পার্সোনাল) বিকাশ: ০১৭১৮-১১৫০৫২, বিকাশ, সঞ্চয়ী হিসাব নম্বর: ০১৭৯১১১০০০০০২৬১, উত্তরা ব্যাংক, কটিয়াদী শাখা, কিশোরগঞ্জ।


শেয়ার করুন

এই সম্পর্কিত