পটুয়াখালী-১ আসনে যুবদলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-১ আসনে নির্বাচনী তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে পটুয়াখালী সদর থানা ও পৌরসভা এলাকার যুবদল নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ধানের শীষ প্রতীকের প্রচারণা টিমের আয়োজনে এই কর্মশালাটি সম্পন্ন হয়। এতে তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদার এবং সাংগঠনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, “আসন্ন নির্বাচন আমাদের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লড়াই। এই লড়াইয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে।”
তারুণ্যের শক্তিতে বিজয় নিশ্চিতের প্রত্যয়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল নির্বাচনী প্রচারণা টিমের সমন্বয়ক সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি। তিনি সভাপতির বক্তব্যে সুশৃঙ্খল প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। রুমি বলেন, “তরুণ সমাজই পরিবর্তনের মূল কারিগর। যুবদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল প্রচারণার মাধ্যমে সাধারণ ভোটারদের আস্থা অর্জন করবে এবং নির্বাচনী বৈতরণী পার হতে অগ্রণী ভূমিকা পালন করবে।”
কর্মশালায় উপস্থিত বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নির্বাচনী কৌশল, ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠন এবং ভোটারদের উদ্বুদ্ধ করার নানা দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের মাঝে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ পটুয়াখালী সদর ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
