ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজনীতিবিদদের মিলনমেলা

শেয়ার করুন

ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের বিশিষ্টজনদের সম্মানে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার উদ্যোগে হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এই অনুষ্ঠান রাজনীতিবিদদের মিলনমেলায় পরিণত হয়।

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন
অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা হলেন ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

রাজনীতিবিদদের মধ্যে অংশগ্রহণ করেন ,পিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান,
ড. মঈন খান, বিএনপি’র যুগ্ম মহাসচিব মাহাদী আমিন ও মোয়াজ্জেম হোসেন আলাল,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, মিয়া গোলাম পারোয়ার,

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, এডভোকেট কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চুন্ন, মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ,গণফোরাম নেতা সুব্রত চৌধুরী,শরীফ নুরুল আম্বিয়া বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। অংশগ্রহণ করেন
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যুক্তরাজ্যের হাই কমিশনার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি, বাসুদেব ধর, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা
এছাড়া অর্থনীতিবিদ রেহমান সোবাহান,বিশিষ্ট ব্যবসায়ী একে আজাদ চৌধুরী, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, সহ আমলা, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ, সংস্কৃতি কর্মীরা অংশগ্রহণ করেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত