কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

শেয়ার করুন

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) কিশোরগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এই মাস্টার প্যারেড এর আয়োজন করা হয়।

মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন।

মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন তার বক্তব্যে প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন পুলিশ লাইন্সের বিভিন্ন সরকারি স্থাপনাও পরিদর্শন করেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত