আগামীকাল দীর্ঘ ১৯ বছর পর তারেক রহমান বগুড়া আসছেন নেতাকর্মী সাধারণের মাঝে উচ্ছ্বাস
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষায় বগুড়া। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের ঢল। দীর্ঘ দিন অপেক্ষার পালা এবার শেষ হতে যাচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বহুল কাঙ্খিত সফরে নিজ নির্বাচনী এলাকা বগুড়া আসছেন। বগুড়ায় তার সফর সুচী কয়েক শুধু ঘন্টার নয়, রাত্রী যাপন ও দিনমান সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তিনি গণসংযোগ করবেন। তাদের সুখ দুঃখ বঞ্চনার কথা শুনতে পথে পথে ঘুরবেন।
এছাড়াও শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিশাল জনসভায় ভাষন দিবেন। এটি বগুড়ায় স্বরণকালের মধ্যে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে বলে বগুড়া জেলা বিএনপি আশা করছে। তারেক রহমানের এই সফর নিয়ে তাকে বরণের সুর যেন ছড়িয়ে পড়ছে। যদিও বরণ নিয়ে বাড়তি আয়োজন না থাকলেও নেতাকর্মী সর্মথক থেকে সাধারণ মানুষ, সবার মাাঝেই উৎসাহ ও উদ্দীপনা। আর তারেক রহমানের এই সফর নেতাকর্মী ও সমর্থকদের মাছে বাড়তি উদ্দীপনার জোয়ার এনে দিয়েছে। ধানের শীষের পক্ষে ভোট চাইতে সবাই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
বিএনপি চেয়ারম্যান হিসাবে তারেক রহমানের এটাই প্রথম বগুড়া সফর। নিজ পিতৃভূমিতে তিনি এর আগে এসেছেন বহুবার। বগুড়ার প্রতিটি এলাকা তার অতি পরিচিত। এখানকার সাধারণ মানুষও তার অতি নিকটের।গত ১৯ বছর তার অতি প্রিয় বগুড়ার মানুষদের মাঝে ছিলো সরাসরি সংযোগের ব্যবধান। তবে দেশের বাইরে থাকার সময়ও তিনি বগুড়া থেকে বিচ্ছিন্ন হননি। র্ভাচুয়্যালি তিনি সঙ্গে থেকেছেন নেতাকর্মী সাধারণের সঙ্গে। তবে এবার সরাসরি দেখার সেই মাহেন্দ্রক্ষন বগুড়ার মানুষদের কাছে এসেছে। এর আগে গত ১১ জানুয়ারি বগুড়ায় বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এক গণদোয়ায় অংশ নিতে বগুড়ায় আসার কথা থাকলেও নির্বাচনী আচরণ বিধির প্রতি সম্মান জানিয়ে সেটি তিনি স্থগিত করেছিলেন। এবার আর কোন বাধা নেই। নির্বাচনী সফরে বগুড়া আসছেন। যাবেন নিজ পিতৃভিটা বগুড়ার গাবতলি উপজেলাতেও । নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ সদর এলাকাতেই বেশি সময় কাটাবেন এই সফরে।এ নিয়ে বগুড়া সদর নির্বাচনী এলাকায় আগ্রহ ও উদ্দীপনা একটু বেশি। নির্বাচনী আচরণ বিধি মেনে শহরে কেন্দ্রস্থলে ঝুলছে ব্যানার ফেস্টুন। বগুড়ার সদর নির্বাচনী আসনটি বিএনপি’র শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। বিএনপি’র দুর্গ হিসাবে পরিচিত থেকে এই আসনে ১৯৯৬ থেকে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া নির্বাচন করে প্রতিবারই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এবার তার ছেলে বিএনপি’র কান্ডারী তারেক রহমান নির্বাচন করছেন। বিএনপি নেতারা বলছেন বগুড়ার মানুষ এবারও বিপুল ভোটে তারেক রহমানকে বিজয়ী করে দৃস্টান্ত স্থাপন করবেন। নির্বাচনী গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহন করে তারা জানিয়ে দিচ্ছেন।
দলীয় সুত্র জানায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী ও নওগাঁতে নির্বাচনী জনসভা শেষে ২৯ জানুয়ারি বিকালের পর সন্ধ্যার দিকে বগুড়া আসবেন। বগুড়ায় এসে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেবেন। জনসভা শেষে তিনি বগুড়ায় রাত্রীযাপন করবেন। পরের দিন ৩০ জানুয়ারি সকাল থেকে নিজ নির্বাচনী এলাকা বগুড়া সদরের সব ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ড গুলোতে গনসংযোগ করবেন। বগুড়া সদরের পর গাবতলি উপজেলায় পিতৃভূমিতে যাবেন।
বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানিয়েছেন, বগুড়ার মাটি ও মানুষের নেতা তারেক রহমানের সফর ঘিরে বগুড়াবাসী উচ্ছ্বসিত ও উদ্বেলিত। কখন তাকে দেখতে পাবে সে জন্য বগুড়াবাসী অধির আগ্রহে উন্মুখ হয়ে আছে। দীর্ঘ ১৯ বছর বছর পর ঘরের সন্তান ঘরে ফিরছে। তিনি শুধু বগুড়া নয় সারা দেশের মানুষে অভিভাবক হয়ে আছেন। বগুড়া জেলা বিএনপি বগুড়ার সবকটি আসন তাকে উপহার দেয়ার জন্য কাজ করছে। নির্বাচনী আচরন মেনে তাকে বগুড়ায় স্বাগত জানান হবে। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর হেনা জানিয়েছেন বগুড়া সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন। বগুড়াবাসী জিয়া পরিবারকে আপনজন মনে করেন। এখানকার মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। তার সফর ভালোবাসার একটি মেলবন্ধন হয়ে উঠবে। তিনি জানান বগুড়ার জনসভা একটি ঐতিহাসিক এবং সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে বৃহৎ হবে বলে তারা আশা করছেন।
