ভৈরবে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে একটি মেইল ট্রেন লাইনচ্যুতি ও ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় প্রায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এই ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ এই তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
ভৈরব রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব বাজার জংশনের আউটার সিগন্যালের কাছে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরফলে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুপুর সোয়া ১২টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। উদ্ধার শেষে পার্শ্ববর্তী দৌলতকান্দি স্টেশনে আটকে থাকা পারাবত এক্সপ্রেস ট্রেনটি ১২টা ৪০ মিনিটে ভৈরব স্টেশনে পৌঁছে ১২টা ৪৫ মিনিটে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। পারাবত এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন ছাড়ার পর আউটার সিগন্যাল অতিক্রম করতেই এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ইঞ্জিন সমস্যার সমাধান করে বিকেল ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এই বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কামরুজ্জামান জানান, বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় রেলওয়ের কারও গাফিলতি আছে কি না, তা তদন্ত করে দেখা হবে।
