বরগুনা-১ আসন পোষ্টার ছাড়া নির্বাচন

শেয়ার করুন

জমে উঠেছে পোষ্টার ছাড়া ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন। হাট বাজার,গ্রাম-গঞ্জ,সড়ক-মহাসড়ক কোথাও পোষ্টারে দেখা যাচ্ছে না। পোষ্টার ছাড়া নির্বাচন এ যেন ভিন্ন নগরী ও গ্রামীর জনপথ। এতেও সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
জানাগেছে, বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ অলী উল্লাহ, ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন ও জাতীয় পার্টি- জেপি প্রার্থী জামাল হোসাইন প্রতিদ্বন্ধিতা করছেন। বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ছাড়া অপর দুই প্রার্থীর নেই সভা সমাবেশ ও প্রচারনা। বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থী জোরে শোরেই সভা সমাবেশ ও প্রচার চালিয়ে যাচ্ছেন। এই দুই প্রার্থীর মধ্যে কর্মী ও সমর্থকদের মধ্যে রয়েছে উৎসবের আমেজ। দুই প্রার্থীর কিছু ব্যানার উপজেলা শহর, হাট-বাজার, গ্রাম-গঞ্জ ও গ্রামীণ জনপথের সড়ক জুড়ে আছে। কিন্তু পোষ্টারের না থাকায় আমতলী-তালতলী যেন ভিন্ন রুপে দেখা যাচ্ছে।
শুক্রবার বিকেলে আমতলী উপজেলা শহর, শাখারিয়া, মহিষকাটা, চুনাখালী, সাহেববাড়ী স্ট্যান্ড, ঘটখালী, মানিকঝুড়ি, ছুরিকাটা, গাজীপুর ও ইসলামপুরসহ আমতলী-তালতলীর বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, দুই একটি ব্যানার ছাড়া কোথাও পোষ্টার নেই। বিএনপি প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর ব্যানার কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে। অন্য দুই প্রার্থীদের কোন ব্যানার চোখে পড়ছে না।
ভোটার নজরুল ইসলাম, জিয়া উদ্দিন জুয়েল ও শিবলী শরীফ বলেন, পোষ্টার ছাড়া নির্বাচন বেশ ভালোই লাগছে। এখন নেতার পোষ্টার ভোটারদের হৃদয়ে। তারা আরো বলেন, বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলন প্রার্থী অলী উল্লাহর ব্যানার সড়কের মোড়ে মোড়ে দেখা যাচ্ছে।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়া উদ্দিন বলেন, কোন প্রার্থী পোষ্টার ছাপাতে পারনে না। শুধু ব্যানার টানাতে ও হ্যান্ড বিল ছাপাতে পারবেন।
আমতলী সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম বলেন, পোষ্টার ছাপানো ও লাগানোর কোন সুযোগ নেই। কেউ পোষ্টার লাগালে দ্রুত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে পোষ্টার লাগানোর ঘটনায় একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত