কটিয়াদীতে জমি বিরোধকে কেন্দ্র করে হামলায় বিএনপি নেতা খুন

শেয়ার করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় মাহমুদুল হাসান কামাল নামে এক বিএনপি নেতা খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মাহমুদুল হাসান কামাল উপজেলার আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামের মৃত হাজী খুর্শিদ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বড় ভাই জালাল উদ্দিনের সঙ্গে ছোট ভাই মাহমুদুল হাসান কামালের বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দুই ভাইয়ের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জালাল উদ্দিন ও তার ছেলে সাদ্দাম হোসেন টেঁটা ও বল্লম নিয়ে মাহমুদুল হাসান কামালের পরিবারের ওপর হামলা চালান। এতে ভাতিজা সাদ্দামের ছোড়া টেঁটা (এক কাটিয়া) গিয়ে চাচা মাহমুদুল হাসান কামালের মাথায় বিদ্ধ হয়। এছাড়াও তার ছেলে কাঁকনের হাতেও টেঁটা বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মাহমুদুল হাসান কামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় জালাল উদ্দিন ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত