আল-হারামাইন হাজী ফাউন্ডেশন বগুড়া’র ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

শেয়ার করুন

আল-হারামাইন হাজী ফাউন্ডেশন বগুড়া’র ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার শহরের কালীবাড়ী মোড় হোটেল লা ভিসতায় আল-হারামাইন হাজী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মশিহুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী, বগুড়া সিটি সেন্টারের এমডি আলহাজ¦ ইঞ্জিঃ শাহীন উদ্দিন, স্কুল অব দ্যা হলি কুরআনের অধ্যক্ষ মোহাম্মাদ আল মাদানী, আলহেরা মসজিদ ও মাদ্রাসার পরিচালক আলহাজ¦ সরোয়ার হোসেন, কলোনী জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ফারুক হোসেন, আল-হারামাইন হাজী ফাউন্ডেশনের সহ-সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, সাংগঠনিক সম্পাদক জোবায়দুর রহমান, ধর্মীয় সম্পাদক রফিকুল ইসলাম, ক্যাশিয়ার আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রদানসহ ফাউন্ডেশনের প্রতিবেদন পেশ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিদায়ী সাধারণ সম্পাদক আলহাজ¦ এ্যাডঃ জিআরএম খায়রুজ্জামান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের বর্তমান ধর্মীয় সম্পাদক আলহাজ¦ রফিকুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক একেএম আখতারুজ্জামান।

সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুকে প্রধান পৃষ্ঠপোষক ও ইঞ্জিনিয়ার আলহাজ¦ শাহীন উদ্দিনকে প্রধান উপদেষ্টা এবং এ্যাডঃ জিআরএম খায়রুজ্জামানকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের আল-হারামাইন হাজী ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আল-হারামাইন হাজী ফাউন্ডেশন প্রতি বছরই গরীবদের সাহায্য ও সহযোগিতা করেন। যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি সমাজের বিত্তশালীদের গরীব অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য আহবান জানান।


শেয়ার করুন

এই সম্পর্কিত