বগুড়ায় তারেক রহমান: বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোরদের পাশে দাড়ানো আসার আহবান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের পাশে এসে দাড়ানোর আহবান জানিয়ে বলেছেন আসুন সবাই মিলে আত্মমর্যদা সম্পন্ বাংলাদেশ গড়ার চেস্টা করি। শুক্রবার সকালে তিনি বগুড়ার একটি হোটেলে আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে ঐতিহাসিক জনসভা শেষে তিনি বগুড়ায় রাত্রি যাপন করেন। শুক্রবার বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ আদায় করে রংপুরের উদ্দেশ্যে বগুড়া ছেড়ে যান।
মতবিনিময় অনুষ্ঠানে ডা,জোবাইদা রহমান বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুরা সঙ্গীত পরিবেশন ও নিজেদের বক্তব্য প্রধান অতিথির সামনে তুলে ধরেন। তারেক রহমান বলেন আমার যারা সুস্থ্য আছি বিভিন্ন দৃষ্টিকোন থেকে তাদের চেয়ে এই শিশু কিশোরদের অনেকে গুন রয়েছে, যা আমাদের অনেকের মধ্যে নেই।। সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবস্থান থেকে এই বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে এসে দাড়াই তাহলে অনেক প্রতিভা বের হয়ে আসবে। খুব বেশি কিছু করার প্রয়োজন নেই তারা যেন আর দশ জনের মতো স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে নিজেরা যেন তুলে ধরতে পারে সে জন্য সুযোগ করে দেয়া। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে প্রত্যোকের অবস্থান থেকে দাড়ানোর জন্য অঙ্গীকার নেয়ার আহবান জানান। অনুষ্ঠানে জানান হয় গত কয়েক বছর ধরে বগুড়ার গাবতলিতে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করা হচ্ছে।মতবিনিময় সভা শেষ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।সিএসএসএফ গ্লোবাল এই অনুষ্ঠান আয়োজন করে। এতে জেলা বিএনপি’র সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা ও বিএনপি নেতা এ্যাডভোকেট মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
পরে তারেক রহমান বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ আদায় ও দোয়ায় অংশ নেন এবং রংপুরের উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করেন। পথে মহাস্থানে শাহ সুলতান বলখী(র:)এর মাজার জিয়ারত করেন। এসময় বগুড়া-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। সেখান থেকে যাওয়ার পথে শিবগঞ্জের মোকামতলায় এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে বলেন যতোবার ধানের শীষ দেশ পরিচালনা করেছে, আমারা চেস্টা করেছি উন্নয়ন করার। তিনি দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার জন্য দোয়া চান। এসময় শিবগঞ্জ আসনের বিএনপি প্রার্থীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
