কুড়িগ্রামে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেয়ার করুন

কুড়িগ্রামে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ,কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু, সহ সভাপতি এ্যাড.আব্রাহাম লিংকন,সাঈদ হাসান লোবান, আওয়ামীলীগ নেতা ওবাইদুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নিবার্চনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা ।

পরে বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে নারী পুরুষসহ কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেয়।।

এসময় বক্তব্য রাখেন, আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ সভাপতি শেখ বাবুল, সাইদ হাসান লোবান, আকবর আলী, যুগ্ন সম্পাদক আনম ওবায়দুর রহমান, ফজলে নুর তানু,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান সাজু, আওয়ামী লীগ নেতা গোলামে মওদুদ সুজন, রুহুল আমিন দুলাল, আতাউর রহমান বিপ্লব, শাহানাজ বেগম নাজু, মাহবুবা বেগম লাভলী, মতি শিউলী, ফারাহানা মিমি প্রমুখ।


শেয়ার করুন

এই সম্পর্কিত