নৌ-ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা’র কার্যক্রম, ভার্চুয়ালী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিকদের জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আধুনিক সুবিধা সম্বলিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা’র কার্যক্রম।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘাঁটির উদ্বোধন করেন। এসময় ৪ টি পেট্রোল ক্রাফট স্কোয়াড্রোন ও ৪ টি যুদ্ধ জাহাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নৌ-বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

খুলনা শীপইয়ার্ড লিমিটেড নির্মিত পেট্রোল ক্রাফট স্কোয়াড্রোন গুলো হলো শহীদ দৌলত, শহীদ ফরিদ, শহীদ মহিব্বুল্লাহ, শহীদ আখতার উদ্দিন। আর ৪ টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এলসিইউ) হলো বানৌজা ডলফিন, তিমি, টুনা ও পেঙ্গুইন। প্রধানমন্ত্রীর কমিশনিংয়ের পর এসব জাহাজ আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করবে। নৌ-বহরে এসব জাহাজ অন্তর্ভূক্তির মাধ্যমে দক্ষিনাঞ্চলের সমুদ্র ও উপকূলীয় এলাকার সুরক্ষা আরও সুদৃঢ় হবে।

এর আগে ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির নাম ফলক উন্মোচন করেন।


শেয়ার করুন

Similar Posts