রাজধানীর চার প্রবেশমুখে আজ বিএনপির অবস্থান কর্মসূচি
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবার রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ চার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারা। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির সমমনা ৩৬ দলও একই দাবিতে অভিন্ন কর্মসূচি দিয়েছে।
মহাসমাবেশ ঘিরে আশপাশের সড়কে সমাবেশ করেছে দলগুলো।
মহাসমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করব, প্রশাসন এই কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে পালন করতে দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করবে। আমরা এটাও আশা করব, সরকারও সহযোগিতা করবে।’ তিনি বলেন, ‘কালকে (আজ) ছুটির দিন।
পবিত্র আশুরা। এই ছুটির দিনে আমরা সব দলকে একসঙ্গে রেখে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করব।’
সরকারের পদত্যাগ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘যদি নিজেদের ভালো চান, এখনো সময় আছে, পদত্যাগ করুন। পুরো বাংলাদেশ আজ জেগে উঠেছে।
যদি পদত্যাগ না করেন, দেশের মানুষ আপনাদের পতন করেই ছাড়বে।’
গত ১২ জুলাই শুরু হওয়া এক দফার আন্দোলনের এটি দ্বিতীয় কর্মসূচি। এর আগে ১৮ ও ১৯ জুলাই সারা দেশে মহানগর ও জেলায় পদযাত্রা করে বিএনপি ও সমমনা দলগুলো।
গতকালের মহাসমাবেশ নিয়ে আগের দুই দিন নানা নাটকীয় ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সমাবেশ করার অনুমতি না পেয়ে শুক্রবার তা করার ঘোষণা দেয় বিএনপি।
পরে পুলিশের অনুমতি পায়। এরই মধ্যে বিএনপির হাজারখানেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। মহাসমাবেশের দেড় কিলোমিটার দূরে আওয়ামী লীগের সমাবেশ থাকায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়েছে।
সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ঢাকা না ছাড়ার নির্দেশ দেওয়া হয়। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতো জ্যেষ্ঠ নেতারা এ নির্দেশ দেন।
যে চার স্থানে অবস্থান নেবে বিএনপি
রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা বিএনএস সেন্টার, গাবতলী এস এ খালেক বাসস্ট্যান্ড, নয়াবাজার বিএনপি অফিস, যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম রোড—এই চার স্থানে আজ অবস্থান নেবে বিএনপি।
ঢাকার প্রবেশমুখে কাউকে অবস্থান নিতে দেবে না ডিএমপি
মহাসমাবেশ থেকে রাজধানীর প্রবেশমুখে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঢাকার কোনো প্রবেশমুখে কাউকে অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। জনদুর্ভোগ হবে এমন কোনো কর্মসূচি কাউকে করতে দেওয়া যাবে না।