চট্টগ্রাম মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা

শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণাতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার (৮ আগস্ট) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থিত সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার (৮ আগস্ট) বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হলো।

শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস ও পরীক্ষা ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) দুপুরে চবির উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের প্রতিনিধিদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৮ থেকে ১০ আগস্ট শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি খোলা থাকবে।

চট্টগ্রাম নগরীতে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভারি বর্ষণে চবিতে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। এতে এক কর্মচারীর বসতঘরের দেয়াল ভেঙে পড়ে। এ সময় একই পরিবারের চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


শেয়ার করুন

Similar Posts