তিতকাটা ডি.এস. আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষ নিয়োগ বানিজ্যের অভিযোগ
পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা ডি. এস. আলিম মাদ্রাসায় গোপনে বিজ্ঞপ্তি দিয়ে উপাধ্যক্ষ পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুস ছত্তারের বিরুদ্ধে। নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে পত্রিকার কোন কাগজ পত্র দেখাতে পারেনি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতি।
জানাগেছে, পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা ডি.এস. আলিম মাদ্রাসাটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়। আবুল কালাম আজাদ ২০২৩ সালে উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে নিয়োগ পান। এরপর উপাধ্যক্ষ পদ খালি হওয়ায় বেশকিছু দিনের মধ্যেই গোপনে উপাধ্যক্ষ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেন অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি। অত্র গভর্নিংবডি কমিটির বিষয়ে পটুয়াখালী বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে বলে জানা যায়। যার মামলা নং ২৬৭/২৩। এছাড়া পটুয়াখালী দায়রা জজ আদালতে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গভর্নিং বডির সদস্য জানান, বিভিন্ন মাধ্যমে শুনতে পাই প্রায় আট থেকে দশ লক্ষ টাকার বিনিময়ে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেয়ার পায়তারা চালাচ্ছে অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি। গত ২৫ সেপ্টেম্বর গভর্নিংবডির সভায় আমাদের ডেকে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে অধ্যক্ষ ও সভাপতি। তখন উপাধ্যক্ষ নিয়োগ পদে কয়জন আবেদন করছে বা কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে অধ্যক্ষ ও সভাপতির কাছে জানতে চাইলে তারা সে বিষয়ে কিছুই জানাতে পারেননি আমাদের। পরে বাধ্য হয়ে ২৭ সেপ্টেম্বর গভর্নিং বডির সদস্য পদ থেকে আমরা ৭ জন সদস্য পদত্যাগ পত্র জমা দেই মাদ্রাসার অধ্যক্ষ এর কাছে। তিনি আরো বলেন, আমরা চাই একজন সচ্ছ ও শিক্ষিত লোক মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে আসুক তবে তা যেন অবৈধ ভাবে টাকার বিনিময়ে না আসে।
তিতকাটা ডি.এস. আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে নিয়োগের ব্যাপারে সভাপতি বরাবর নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কাগজপত্র সবই তার কাছে আছে। তিনি আরো বলেন, আপনি নিউজ করে আমার ক্ষতি করবেন না, যদি করেন তবে আল্লাহর কাছে ঠেকা থাকবেন।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুস ছত্তারের কাছে উপাধ্যক্ষ নিয়োগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, নিয়ম অনুযায়ীই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এ বছরের ৪ আগষ্ট দৈনিক মানবজমিন ও গণদাবী পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কিন্তুু নিয়োগ বিজ্ঞপ্তির ডকুমেন্টস দেখতে চাইলে তিনি কিছুই দেখাতে পারেনি তিনি।
পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবুর রহমান জানান, তিতকাটা ডি.এস. আলিম মাদ্রাসায় উপধাক্ষ্য নিয়োগে কোন অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে কোন ভাবেই নিয়োগ দেয়া যায় না বলে জানান তিনি।