আওয়ামী লীগের সমাবেশ মঞ্চ প্রস্তুত হচ্ছে

শেয়ার করুন

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরে রাজনীতির মাঠে বিরাজ করছে উত্তেজনা। ২০ শর্তে নিজেদের পছন্দের জায়গাতেই সমাবেশের অনুমতি পেয়েছে দুদলই।

শনিবার (২৮ অক্টোবর) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে মঞ্চ প্রস্তুত করছে আওয়ামী লীগ। আশপাশের অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত আছেন।

মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর ২টায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির কর্মসূচি ঘিরে আক্রমণাত্মক অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে ক্ষমতাসীনরা। তবে বিএনপি যাতে ঢাকা অচল করে দেয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য বড় জমায়েত নিয়ে রাজপথে পাহারায় থাকবে আওয়ামী লীগ।

নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ষড়যন্ত্র ও দুরভিসন্ধি আছে। তাই মাঠে থাকতে হবে। আদর্শ প্রতিষ্ঠায় প্রয়োজনে মরতে হবে। তবু রাজপথ ছাড়া যাবে না।

তিনি বলেন, সব জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে। ১২ লাখ লোকের সমাগম হবে ঢাকায়। তখন বিএনপি কী রাস্তাঘাটে মানুষকে চলতে দেবে না? তাদের বসার জায়গা থাকবে না। শান্তিপূর্ণ কর্মসূচি বিএনপির মুখের কথা নাকি অন্তরের কথা তা কাল বিএনপিকে কাজে প্রমাণ করতে হবে।


শেয়ার করুন

Similar Posts