রাষ্ট্রপতির সাথে সাক্ষাত শেষ সাংবাদিকদের যা বললেন সিইসি

শেয়ার করুন

আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন যে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। তাই নির্বাচন যথাসময়ে হবে।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি বলেন, নির্বাচনের সব প্রস্তুতির কথা রাষ্ট্রপতিকে জানিয়েছি। তিনি সব শুনে সন্তোষ প্রকাশ করেছেন। এখন আমরা কমিশনে বসে চূড়ান্ত তালিকা ঠিক করে খুব দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করব।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রস্তুতি অবহিতকরণ বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক যে ধারাবাহিকতা রয়েছে এটাকে যেকোনো মূল্যে অব্যাহত রাখতে হবে।’

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। সিইসি সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি আশাব্যক্ত করেছেন যে, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সুশৃঙ্খলভাবে হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব জাহাংগীর আলম।

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। সাক্ষাতে নির্বাচন কমিশনাররা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করেছেন। আর রাষ্ট্রপতি সাংবিধানিক রীতি-নীতি ও বিধি-বিধান অনুসরণ করে কমিশনকে সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।


শেয়ার করুন

Similar Posts