পটুয়াখালীতে মেয়র নির্বাচিত হলেন মহিউদ্দিন

শেয়ার করুন

পটুয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে জয়ী হলেন মহিউদ্দিন আহম্মেদ। এ নিয়ে দ্বিতীয়বার নির্বাচিত হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শফিকুল ইসলাম।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান জানিয়েছেন, বেসরকারিভাবে মহিউদ্দিন আহম্মেদকে জয়ী ঘোষণা করা হয়েছে। জগ প্রতীকে মহিউদ্দিন আহম্মেদ পেয়েছেন ২১ হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকে ডা. শফিকুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৫২২ ভোট।


শেয়ার করুন

এই সম্পর্কিত