টিকিট বিক্রিতে অনিয়ম: গাজীপুরে ট্রেন চলাচল ছয় ঘণ্টা বন্ধ

শেয়ার করুন

গাজীপুরে শিক্ষার্থীরা টিকিট বিক্রিতে অনিয়ম হাতেনাতে ধরার জের ধরে ছয় ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২২আগষ্ট) সকাল পাঁচটার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়ম দেখতে পান শিক্ষার্থীরা। ট্রেনের টিকিট কালোবাজারি ও বেশি দামে টিকিট বিক্রির ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে টিকিট কাউন্টারে কর্তব্যরত লোকজন দ্রুত পালিয়ে যায়। শিক্ষার্থীরা অনিয়মের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করতে থাকে। এর জের ধরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, জয়দেবপুর রেলওয়ে স্টেশন হয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল ছয় ঘণ্টা ধরে বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল জয়দেবপুর স্টেশনে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সুজিয়ে ও রেলওয়ের অনিয়ম দূর করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


শেয়ার করুন

Similar Posts