গাজীপুরে চারটি কারখানায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে অবরোধ
গাজীপুরের চারটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ভাতা ও কারখানা চালুর দাবি এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে ।
বিক্ষোভ ও সড়ক অবরোধের সময় ঢাকা- ময়মনসিংহ ও কালীয়াকৈর- নবীনগর মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। কোনাবাড়ি এলাকার এম এম নীটওয়্যার লিমিটেড কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে শ্রমিকদের হামলায় কারখানার সিকিউরিটি ইনচার্জ মোঃ আজিজুর রহমান (৪৫) ও শিল্প পুলিশের কনস্টেবল নাহিদ হোসেন (২৮) আহত হয়েছেন।
গাজীপুর শিল্প এলাকার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, বুধবার (১৩ নভেম্বর) সকালে কোনাবাড়ি এলাকার এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা তাদের কারখানার শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি শুরু করে। গত কয়েকদিন আগে শ্রমিক আন্দোলনের সময় কারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রম আইন অনুযায়ী এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেড এর বেশ কিছু শ্রমিক ছাটাই করা হয়। ছাটাইকৃত শ্রমিকরা তাদের সকল পাওনাদি বুঝে নিলেও ফের চাকরি ফিরে পাওয়ার জন্য কারখানা গেটে জড়ো হয়। তাদের কাজে ফিরিয়ে নেওয়ার জন্য ওই কারখানার অন্য শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে কারখানার ভেতরেই অবস্থান করে বিক্ষোভ করতে থাকে তারা। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় দু’জন সামান্য আহত হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)র কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাশিমপুরের সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা সকাল সাড়ে এগারোটায় পাশের চক্রবর্তী এলাকার কালিয়াকৈর- নবীনগর মহাসড়ক অবরোধ করে। দুপুর চারটা পর্যন্ত এই অবরোধ চলছিল। তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে, জেলার জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় লিথি গ্রুপের এ্যাপারেলস-২১ লিমিটেড কারখানার
শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খোলার দাবিতে সকাল ৯ টা থেকে আধা ঘন্টা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আইন-শৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা মালিক পক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বুধবার সকাল ন’টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকার তারাটেক্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা তাদের গত মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য সহ আইন-শৃঙ্খলা বাহিনীরে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে এক ঘন্টার মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়।