আজ মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা
ঢাকাসহ দেশজুড়ে ২০টি প্রেক্ষাগৃহে আজ শুক্রবার (২০ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম বড় পর্দার সিনেমা ‘প্রিয় মালতী’। শঙ্খ দাসগুপ্ত পরিচালিত সিনেমাটি দেশের বাইরে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়ালি প্রদর্শনের জন্যও নির্বাচিত হয়।
নানা চলচ্চিত্র উৎসবে ঘুরে আসার পর দেশের দর্শকের জন্য একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী একযুগেরও বেশি সময় ধরে টিভি পর্দায় কাজ করছেন। ব্যাপক জনপ্রিয়তা উপভোগ করা এই অভিনেত্রী বড়পর্দায় আসছেন এবারই প্রথম।
সিনেমাটিতে মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু।