বাংলাদেশ-ভারত ম্যাচ শিলংয়ে!

শেয়ার করুন

এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ২৫শে মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই অ্যাওয়ে ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত করেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তবে এই ম্যাচের ভেন্যু হিসেবে নাম শোনা যাচ্ছে মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের। শিলংয়ের এই স্টেডিয়ামে এখনো ফিফা স্বীকৃত কোনো ম্যাচ খেলেনি ভারত। তাই এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের জন্য এএফসি অনুমোদন প্রয়োজন। এএফসি শিলংয়ের স্টেডিয়াম পর্যবেক্ষণ করে সবুজ সংকতে দিলে বাংলাদেশ-ভারত ম্যাচ সেখানে অনুষ্ঠিত হবে।

এআইএফএফের শিলংয়ে ম্যাচ আয়োজনের প্রস্তাব ও পরিকল্পনা সম্পর্কে অবগত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল সর্বশেষ ভারত খেলেছে ২০১৯ সালে। কলকাতার সল্টলেকে এশিয়ান কাপ বাছাইয়ে সেই ম্যাচে স্বাগতিক ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শিলংয়ে খেলার অভিজ্ঞতা নেই। ২০১৬ সালে শিলং-গৌহাটিতে অনুষ্ঠিত হয়েছিল এসএ গেমস। সেই গেমসে পুরুষ ফুটবল হয়েছিল গৌহাটিতে আর নারী ফুটবল শিলংয়ে।

বাংলাদেশ প্রথম ও একবারের মতোই এশিয়া কাপের মূল পর্বে খেলেছিল ১৯৮০ সালে কুয়েতে। এবার এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের গ্রুপে পড়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে অভিষেক হবে ভারত ম্যাচে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের মেয়াদ শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে কোচের নাম ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে হাভিয়ের কাবরেরার সঙ্গেই চুক্তি বাড়িয়েছে বাফুফে।

আগামী জুন পর্যন্ত তপু- সোহেলদের কোচ থাকছেন এই স্প্যানিশ। তার অধীনেই ফেব্রুয়ারিতে ভারত ম্যাচের প্রস্তুতি শুরু হওয়ার কথা বাংলাদেশের।


শেয়ার করুন

Similar Posts