দলিল লেখকদের দাবি: দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে পেশাচ্যুত করা যাবে না

শেয়ার করুন

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। একইসঙ্গে সাবেক আইনমন্ত্রী প্রতিশ্রুত দলিল প্রতি সম্মানী ন্যূনতম ৪ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানান দলিল লেখক সমিতির মহাসচিব এম এ রশিদ।

এসময় সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের দাবিগুলো দীর্ঘদিন যাবৎ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবির বিষয়ে সরকারের উদাসীনতা লক্ষ্য করছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাতে চাই, আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকা ইঞ্জিনিয়ারিং ইন্সস্টিটিউট মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হচ্ছে। সমাবেশে সারাদেশের দলিল লেখকরা উপস্থিত থাকবেন।

এসময় তিনি বলেন, আমরা বর্তমান সরকারের কাছে বেশি কিছু দাবি জানাই। আমাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে – লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল লেখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে, থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে, যেহেতু পক্ষদের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখদের পেশাগত দলিল লেখা বা মুসাবিদা কারক হিসেবে দলিল লেখকদের আসামী করা যাবে না, দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।


শেয়ার করুন

Similar Posts