তিতুমীর কলেজের বিষয় বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে, বিবৃতি শিক্ষা মন্ত্রণালয়ের

শেয়ার করুন

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে সরকার অবহিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।

এতে জানানো হয়, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

এরইমধ্যে এ কমিটি তিতুমীর কলেজসহ সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। কলেজগুলোর শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে করণীয় নব বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সেজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ করা হলো।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলা হয়, জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হয়-এমন কর্মসূচী থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। আর শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়া ব্যাপারে সরকার সবসময় সচেতন ও সহানুভূতিশীল রয়েছে।


শেয়ার করুন

Similar Posts