লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর

শেয়ার করুন

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে একটি যাত্রীবাহী লঞ্চে তরুণীদের পিকনিক করার সময় প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুটের অভিযোগ পাওয়া গেছে। একটি ভিডিওতে দেখা যায়, নেহাল নামের এক যুবক দুই তরুণীকে বেল্ট দিয়ে প্রকাশ্যে মারধর করছে এবং সেই ভিডিও ধারণ করছে শতাধিক মানুষ।

ঘটনাটি ঘটে শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে, যখন ঢাকাগামী এমভি ক্যাপ্টেন লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করতে নোঙর করে। লঞ্চে তরুণ-তরুণীদের মাদক সেবন এবং অশ্লীলতার অভিযোগে স্থানীয়রা লঞ্চে উঠে কেবিনে তাদের আটক করে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে উত্তেজিত জনতা লঞ্চের কিছু জানালা ভাঙচুর করে এবং তরুণীদের মারধর করে।

তরুণীদের মারধর করা নেহাল গণমাধ্যমকে বলেন, “শত শত মানুষ ছিল। আমি যদি কয়েকটি বাড়ি দিয়ে সবাইকে শান্ত না করতাম হয়তো মেয়েগুলোর সঙ্গে আরও খারাপ আচরণ হতো। তাদের কয়েকটি মোবাইলও নিয়ে গিয়েছিল, সেগুলো আমি উদ্ধার করেছি।”

তাদের দুজনকে মারা আমার ঠিক হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, “পরিস্থিতি শান্ত করতেই ভাই হিসেবে এই কাজ করেছি। এর জন্য দুঃখ প্রকাশ করছি।”

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও পক্ষই অভিযোগ করেনি, তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।


শেয়ার করুন

Similar Posts