শাহবাগে সমাবেশের ডাক জুলাই ঐক্যের রোববার

শেয়ার করুন

ঐক‍্যে ফাঁটল ধরেছে উল্লেখ করে জুলাই আন্দোলনের অংশীদারদের ঐক‍্যবদ্ধ করতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জুলাই ঐক‍্য। আগামী রোববার (২৫ মে) শাহবাগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৩ মে) রাতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় জুলাই ঐক্য।

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে সরকারকে গলা টিপে ধরেছে। আইন উপদেষ্টার কথামতো ৩০ কর্মদিবসের মধ‍্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা না হলে যেকোনো পরিস্থিতির জন‍্য উপদেষ্টা পরিষদ দায়ী থাকবে।

এছাড়া আগামী ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত সারাদেশে অনলাইন-অফলাইনে ক‍্যাম্পেইন পরিচালনা কর্মসূচিরও ঘোষণা দেয় জুলাই ঐক‍্য।


শেয়ার করুন

Similar Posts