ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শামীম আহমেদ আর নেই

শেয়ার করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শামীম আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। আজ সোমবার সকালে ধানমন্ডির একটি হাসপাতালে তিনি মারা যান।

শামীম আহমেদ ইউএনবির সাবেক চিফ অব করেসপন্ডেন্টস ও সিটি এডিটর শামীম আহমেদ ছিলেন। সুদীর্ঘ কর্মজীবেন সাংবাদিকতার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টারও তিনি। জাতীয় প্রেসক্লাবের একজন সিনিয়র সদস্য ছিলেন শামীম আহমেদ।

আজ বাদ আসর খিলগাঁও চৌধুরী পাড়া মাটির মসজিদে মরহুমের জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন। তিনি মা, ৪ ভাই, ৩ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজফ্ল্যাশ/ আর এ।


শেয়ার করুন

Similar Posts