স্টিভ জবসের মেয়ের আজ রাজকীয় বিয়ে

শেয়ার করুন

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস আজ শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে ৬৭ লাখ মার্কিন ডলার।

২৭ বছর বয়সী ইভ বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান হ্যারি চার্লসকে। ২০২২ সালে শুরু হয় তাদের প্রেম।

২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের বাগদান সম্পন্ন হয়। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের আইনশাম হলে অবস্থিত অভিজাত ‘এস্টেল ম্যানর’ হোটেলে বিয়ের অনুষ্ঠানটি হবে। অতিথিদের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই তালিকায় আছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরাও।

রাজকীয় এই বিয়েতে সংগীত পরিবেশন করবেন স্যার এলটন জন।
১৯৯৮ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো অল্টোতে জন্মগ্রহণ করেন স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ। এরিন ও রিড নামে তার দুই বড় ভাই-বোন আছেন।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন ইভ।

মডেল হিসেবে ফ্যাশনজগতে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি ডিএনএ মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ।

সূত্র : ডেইলি মেইল।


শেয়ার করুন

Similar Posts