বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা বশিরউদ্দীন

শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত
শেয়ার করুন

আলোর প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

বিমান মন্ত্রণালয় মঙ্গলবার (২৬ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ বিমান আইনে অর্পিত সরকারের ক্ষমতাবলে ‘দ্য কোম্পানিজ অ্যাক্টের’ আওতায় ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ লিমিটেড’ এর অনুচ্ছেদ ৫১ এর অনুযায়ী মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিমান বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।

তিনি বিমানের বর্তমান চেয়ারম্যান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটির পর্ষদে চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন কিনা- জানতে চাইলে উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, ‘সম্ভবত’।


শেয়ার করুন

Similar Posts