অভিভাবক ঐক্য ফোরামের সভা অনুষ্ঠিত

অভিভাবক ঐক্য ফোরামের সভা আজ বৃহস্পতিবার বিকালে মতিঝিল কিচেন ইয়ার্ড চায়নিজে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু।বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক মো: সেলিম মিয়া, আইডিয়াল অভিভাবক ফোরামের সভাপতি আহসান উল্ল্যা মানিক, মুগদা শাখার আহবায়ক আ স ম আলমগীর, মিসেস আখতার সুরাইয়া চৌধুরী, জি এম আশরাফুল আলম,সাইফুল ইসলাম, মিসেস দিলরুবা খান প্রমুখ।
সভায় দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চলমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় নির্বাচন দেয়ার দাবি জানানো হয়। পাশাপাশি বর্তমান এডহক কমিটি ভেঙে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা) কে দায়িত্ব দিয়ে কার্যকর ব্যবস্থা নেয়ারও দাবি জানান।
সভায় শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করে শিক্ষকদের কোচিং বানিজ্য বন্ধ করারও দাবি জানান। সভায় সরকার নির্ধারিত টিউশন ফি বাস্তবায়নের জন্য আইডিয়াল স্কুল এবং ভিকারুননিসা নূন স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।