কিশোরগঞ্জ জেলা পরিষদের অনলাইন বুকিং সিস্টেম ওয়েবসাইটের উদ্বোধন

কিশোরগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন ডাকবাংলো ও অডিটোরিয়ামের অনলাইন বুকিং সিস্টেম সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা পরিষদে এই ওয়েবসাইটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
ডাকবাংলো ও অডিটোরিয়ামের অনলাইন বুকিং সিস্টেম সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধনের ফলে কিশোরগঞ্জ জেলা পরিষদ পেল এক নতুন মাত্রা। এই নতুন ডিজিটাল সেবার মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে বুকিংয়ের সুবিধা পাবে।
ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও জেলা পরিষদের প্রশাসক ফৌজিয়া খান (যুগ্মসচিব)।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।