দেওয়ানগঞ্জে নদী ভাঙ্গন প্রতিরোধের দাবীতে মানববন্ধন

শেয়ার করুন

জামালপুরের দেওয়ানগঞ্জে নদী ভাঙ্গন প্রতিরোধের দাবীতে এক মানববন্ধন করেছে এলাকাবাসী। চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়াপাড়া এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, চিকাজানী ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ আবু হানিফ, আহসান হাবীব বাবু, মোঃ আবুল কাশেম, মুন্না আক্তার, ছানি মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন, যুগের পর যুগ ধরে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন চলে আসছে। তীব্র ভাঙ্গন চলছে চিকাজানী ইউনিয়নের চরডাকাতিয়াপাড়া হুদার বাড়ীর মোড় থেকে হাজারীপাড়া গ্রাম পর্যন্ত।
ইতিমধ্যে হাজারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলীন হয়েছে। ব্রহ্মপুত্র নদের উত্তরে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার একটি ইউনিয়নের সীমানা থেকে শুরু করে দক্ষিণে দেওয়ানগঞ্জের চিকাজানী ইউনিয়নের বড়খাল ফুটানী বাজার পর্যন্ত ৬/৭ কিলোমিটার দূরে নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। চরম হুমকিতে পড়েছে বড়খাল, খানপাড়া, চর ডাকাতিয়াপাড়া, সিনি, হাজরাপাড়া, খোলাবাড়ী বাজার, খোলাবাড়ী নৌ থানা, চর মাগুরীহাট সহ অনেক গ্রাম, জনপদ, স্থাপনা,শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য। বক্তাগণ আরো বলেন, সম্প্রতি ৪টি গ্রাম নদীতে বিলীন হয়েছে। খাটিয়ামারী, খোলাবাড়ী, গুচ্ছগ্রাম, খোলাবাড়ী আশ্রয়ন প্রকল্প, খোলাবাড়ী আদর্শ গ্রাম সহ বেশকটি গ্রাম।

বক্তাগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার আগে থেকে দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর ভাঙ্গন চলে আসছে। আজও কোনো প্রতিকার হয়নি। এ যাবৎ অনেক সরকার এসেছে, গেছে। দেওয়ানগঞ্জবাসীর প্রাণের দাবী বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা অনতিবিলম্বে খোলাবাড়ী ও চর ডাকাতিয়াপাড়া এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।


শেয়ার করুন

Similar Posts