অষ্টগ্রামের কুতুব মসজিদের দান বাক্স চুরির প্রধান আসামি নিজাম গ্রেফতার

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বহুল আলোচিত ঐতিহ্যবাহী কুতুব মসজিদের দানবাক্স চুরির ঘটনায় মামলার প্রধান আসামি হিসেবে নিজাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে অষ্টগ্রাম উপজেলার কুতুব মসজিদ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামি নিজাম ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ জুলাই অষ্টগ্রাম সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী কুতুব মসজিদের প্রধান ফটকে রাখা দান বাক্স ভেঙে নগদ টাকা চুরি হয়। এই ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। মামলার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হলেও তদন্তে উঠে আসে স্থানীয় ব্যক্তি নিজামের নাম। পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হয় যে, ঘটনার মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ছিলেন নিজাম। তবে ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে গা-ঢাকা দেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুতুব মসজিদ পাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজামকে গ্রেফতার করে পুলিশ।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, কুতুব মসজিদের দান বাক্স চুরির ঘটনায় মূল আসামি হিসেবে নিজামের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারের পর আসামি নিজামকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।