পাকুন্দিয়ায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

শেয়ার করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ওয়াহিদ মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদ মিয়া (২১) উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের মজনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করতে যান ওয়াহিদ মিয়া (২১)। এই সময় আকাশে মেঘ জমে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। তখন বজ্রপাতে ওয়াহিদ মিয়া অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক তাকে (ওয়াহিদ মিয়া) মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

Similar Posts