হোসেনপুরে প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবি

শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার চরবিশ্বনাথপুর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে চরবিশ্বনাথপুর গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-হোসেনপুর উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম রবিন, হোসেনপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জনি মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, ব্যবসায়ী বাবুল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে হোসেনপুর বাজারে ঝগড়া বা সংঘর্ষের ঘটনা ঘটলে চরবিশ্বনাথপুর গ্রামবাসীকে দায়ী করে হয়রানি করা হয়। তারা বলেন, সম্প্রতি হোসেনপুর বাজারে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সিদলা ইউনিয়ন যুবদলের সভাপতি ও চরবিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম মাজহারকে অন্যায়ভাবে দায়ী করা হচ্ছে। তিনি এই ঘটনায় জড়িত নন।

মানববন্ধন থেকে বক্তারা ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেফতার করা এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।


শেয়ার করুন

Similar Posts