মুকসুদপুরে ইউপি সদস্য ও তার ভাইয়ের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য তৈয়ব আলী সরদার তবো ও তার ভাই তোজাম সরদারের চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ১২৭ নং কেজিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগণের পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম মুন্সি, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির ফরিদুল শেখ ও শহিদুল ইসলাম।

এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিএনপির জাহিদ মুন্সি, সাহিদ ফকির, লিটু সরদার, ইসুফ সরদার, ভুলু সরদার, রঞ্জু কাজী, গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ শেখ, সদস্য সচিব রেজেওয়ান সরদার, ছাত্রদলের সভাপতি হানিফ সরদার, সাধারণ সম্পাদক সুমন মুন্সি, আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, তবো ও তোজাম সরদার দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও নানা অনিয়ম করে আসছে। এ অবস্থার পরিবর্তন না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

চাঁদাবাজির বিরুদ্ধে এ মানববন্ধনে এলাকাবাসীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।


শেয়ার করুন

Similar Posts