পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস-র‍্যাব পিকনিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ: নিহত ১ শিশু, আহত ২২

শেয়ার করুন

পটুয়াখালী সদরের আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লার পক্ষিয়া এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে আজ শনিবার (১১ অক্টোবর) সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। হতাহতরা সবাই বরিশাল র‍্যাব-৮ এর সদস্যদের বহনকারী পিকনিকের গাড়ির যাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে বরিশাল থেকে র‍্যাব-৮ এর সদস্যদের বহনকারী একটি গাড়ি কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। একই সময় কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে র‍্যাবের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই বছর বয়সী শিশুটির মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাব সদস্যদের বহনকারী পিকনিকের গাড়িটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আহত ২২ জনের সবাই র‍্যাবের গাড়িতে ছিলেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত শিশু ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


শেয়ার করুন

Similar Posts