নিকলীতে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মেয়ের মৃত্যু

ফাইল ফটো।
শেয়ার করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাওদা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে নিকলী উপজেলা সদরের ষাইটধার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাওদা (১১) নিকলী উপজেলা সদরের ষাইটধার গ্রামের আছাব উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সকালে নিকলী উপজেলা সদরের ষাইটধার গ্রামের হাওরে দুই মেয়ে সাওদা (১১) ও তাসলিমাকে (৭) নিয়ে বাবা আছাব উদ্দিন মাছ ধরতে যান। ঠেলা জাল দিয়ে মাছ ধরে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের খালে পা পিছলে পড়ে যায় সাওদা ও তাসলিমা। এই সময় আছাব উদ্দিন দ্রুত খালের পানিতে নেমে ছোট মেয়ে তাসলিমাকে উদ্ধার করতে পারলেও বড় মেয়ে সাওদাকে খুঁজে পাননি। পরে স্থানীয় লোকজন জাল ফেলে খাল থেকে সাওদাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

Similar Posts