মুকসুদপুর প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক সারমতের মৃত্যুতে শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাবে, এনটিভি’র গোপালগঞ্জ প্রতিনিধি সারমতের মৃত্যুতে শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) সকালে মুকসুদপুর প্রেসক্লাবের কার্যালয়ে, এনটিভির প্রবীন সাংবাদিক মোঃ মাহাবুব হোসেন সারমত এর মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান লেবু, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, আরিফিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মোঃ বাবুল শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ মোঃ রাজু মিয়া ও আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশসহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
বক্তারা প্রায়াত সাংবাদিক সারমতের সংবাদিক জীবনের স্মরণীয় মূহুর্তের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।