জামালপুরে গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জামালপুরে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জামালপুর স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় নূর মোহাম্মদ বকশীগঞ্জ উচ্চ বিদ্যালয় বনাম জামালপুর সদর তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় অংশ নেয়। জেলা শিক্ষা অফিসার শামছুল আলমের সভাপতিত্বে জামালপুর স্টেডিয়াম মাঠে খেলার প্রধান অতথি ছিলেন, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডঃ শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। খেলার সার্বিক সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেল, তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মুস্তাফিজুর রহমান লেবু, প্রধান শিক্ষক তৈবুর রহমান তারাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। নূর মোহাম্মদ বকশীগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ১-৩ গোলে পরাজিত করে তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।