কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মাজহারুল ইসলাম

শেয়ার করুন

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর উপজেলা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

বুধবার (১৫ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে নিজের প্রার্থীতা ঘোষণা করেন তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি কিশোরগঞ্জের রাজপথে ছিলাম। তরুণ কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী অংশ নিয়েছি। তারপর ১৭ বছর শেখ হাসিনার শাসনামলে নির্যাতন, মামলা, জেল-জুলুম সবকিছুর মধ্যেও জনগণের পাশে থেকেছি। তাই আমার প্রার্থীতা ঘোষণা কোন উচ্চাকাঙ্খা নয়, এটি আমার জীবনের লড়াইয়ের রাজনীতির ধারাবাহিকতা, জনগনের ভালোবাসার প্রতিফলন এবং গণতন্ত্র পূনরুদ্ধারের এক অবিচল অঙ্গীকার।

তিনি বলেন, দলের সংকটময় সময়ে যে কোন কর্মসূচিতে অগ্রণি ভূমিকা পালন করেছি। বর্তমানে বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচিকে বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করছি। ৩১ দফাই আমাদের জাতির মুক্তির রুপরেখা। এখানে আছে গণতন্ত্র, ন্যায় বিচার, নাগরিক অধিকার ও উন্নত বাংলাদেশের প্রতিশ্রুতি।

তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের রাজনীতির নেতৃত্ব দিতে আমি দলের মনোনয়ন প্রত্যাশী হয়েছি। দলীয় মনোয়নয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে কিশোরগঞ্জের মাটি ও মানুষের জীবনমান উন্নয়নে, দুর্নীতি রোধে এবং সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।

সংবাদ সম্মেলনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবীবুর রহমান ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি আমিরুজ্জামান, ইসমাইল হোসেন মধু, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি বাহার মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা বিএনপি’র সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এজিএস দেলোয়ার হোসেন দিলু, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়াসহ কিশোরগঞ্জ জেলা এবং হোসেনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।


শেয়ার করুন

Similar Posts