চট্টগ্রামে প্যাসিফিক গ্রুপের ৮ বন্ধ কারখানা খুলতে শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রামে প্যাসিফিক গ্রুপের আট কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে ইপিজেডের এক নম্বর গেটের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা।
মালিকপক্ষের আশ্বাসে আগামীকাল (রবিবার, ১৯ অক্টোবর) পর্যন্ত আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। এর আগে দাবি আদায়ে ইপিজেডের সামনে সড়কে শ্রমিকরা অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনী।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, প্যাসিফিকের বিভিন্ন কারখানা শনিবার সকাল থেকে বন্ধ ছিল। সাত-আটশ শ্রমিক এসে সকাল থেকে জড়ো হন। পরে পুলিশ ও প্রশাসনের সাথে কথা বলে তারা চলে গেছেন।
এর আগে শুক্রবার ১৭ অক্টোবর) প্যাসিফিক জিনস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পৃথক আটটি বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম ইপিজেডে কারখানাটিতে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠান। তাই শ্রম আইন অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতিষ্ঠানটির পাঁচটি কারখানায় কর্মরত ছিলো প্রায় ৩৫ হাজার শ্রমিক।
