গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমএইচ খান মঞ্জু বললেন দলের সিদ্ধান্তকে মাথা পেতে নেবো

শেয়ার করুন

সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু আজ শনিবার দুপুরে শহরে তার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় গোপালগঞ্জের বর্তমান ও সাবেক নানা রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষন করেন। বিশেষ করে বিগত সরকার আমলে তার উপর কি ধরনের নির‌্যাতন, নিপিড়ন হয়েছে তার বর্ননা দেন।

তিনি আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করতে চান উল্লেখ করে বলেন, বিগত দিনে তিনি গোপালগঞ্জে অনেক উন্নতি করেছেন। তাকে যদি আগামীতে সুযোগ দেয়া হয় তাহলে তিনি তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-২ এর বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন করবেন বলে জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি আশাবাদী বিএনপির মনোনয়ন বোর্ড তাকেই মনোনয়ন দেবেন। যদি তাকে তা’না দেয়া হয়,তাহলে তিনি নির্বাচন করবেন না বলেও জানান। তিনি দলের সিদ্ধান্তকে মাথা পেতে নেবেন।

উল্লেখ্য, গোপালগঞ্জে আগামী সংসদ নির্বাচনী প্রচারনা জমে উঠেছে ইতোমধ্যে।যদিও নির্বচনী তফসিল ঘোষনা হয়নি,তারপরও শুধুমাত্র বিএনপি থেকে গোপালগঞ্জ-২ আসনে ৭/৮জন প্রার্থী মনোনয়ন দৌড়ে রয়েছেন। প্রার্থীরা প্রতিদিনই বিভিন্ন এলাকা চষে ফিরছেন।করছেন পথসভা ও উঠান বৈঠক।মনোনয়ন পেয়ে নির্বচিত হতে পারলে এলাকাবাসীকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।


শেয়ার করুন

Similar Posts