হোসেনপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, হোসেনপুর, কিশোরগঞ্জ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম খান, গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন প্রমুখ।

আলোচনা সভায় মাদককে ‘না’ বলার আহবান জানিয়ে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।


শেয়ার করুন

Similar Posts