গাজীপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নভেম্বরের মধ্যে গণভোট, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের ভোটসহ পাঁচ দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী শনিবার সকালের নগরের জয়দেবপুর শিববাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিআরটিএ বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে মহানগর জামায়াতের আমের মুহাম্মদ জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় মহানগর জামায়াতের নায়েবে আমির গাজীপুর-৫ আসনের জামায়াত প্রার্থী মোঃ খাইরুল হাসান, গাজীপুর- ২ আসনের প্রার্থী মোহাম্মদ হোসেন আলী, সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, আজহারুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট সাদেকুজ্জামান খান, ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজনের দাবি জানান। এছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও উত্থাপন করা হয়।
