নাটকে ভরা এল ক্ল্যাসিকোয় এমবাপ্পে-বেলিংহামের গোলে রিয়ালের জয়

শেয়ার করুন

এল ক্ল্যাসিকো মানেই রোমাঞ্চ, মানেই দম বন্ধ করে দেওয়া উত্তেজনা। মাঠে যেন এক যুদ্ধ, যেখানে প্রতিটি ট্যাকল, প্রতিটি পাস, প্রতিটি বাঁশি হয়ে ওঠে গল্পের অংশ। রবিবার (২৬ অক্টোবর) রাতের সান্তিয়াগো বার্নাব্যুতে সেই চিরচেনা নাটক আবারও দেখা গেলো। আক্রমণ, পাল্টা আক্রমণ, বিতর্কিত সিদ্ধান্ত আর শেষ মুহূর্তের রাগ-ঝড়, সব মিলিয়ে ফুটবল রসিকদের জন্য এক নিখাদ বিনোদন।

এই মহারণে শেষ হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। রিয়ালের পক্ষে গোল দুটি করেছেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম, অন্যদিকে কাতালানদের একমাত্র গোলটি আসে ফারমিন লোপেজের পা থেকে।

খেলা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল রিয়াল। প্রথম দিকেই দুটি ভিএআর বিতর্ক মাঠে উত্তাপ ছড়ায়, একবার বাতিল হয় পেনাল্টি, একবার গোল। এরপর ২২তম মিনিটে বেলিংহ্যামের নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল করেন এমবাপ্পে, এগিয়ে যায় রিয়াল (১–০)।

তবে ৩৮তম মিনিটে সমতা ফেরান ফারমিন লোপেজ (১–১)। কিন্তু বিরতির আগেই আবারও আলো ছড়ান বেলিংহ্যাম, এমবাপ্পের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোল করে রিয়ালকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন। এই গোলই শেষ পর্যন্ত নির্ধারণ করে ম্যাচের ভাগ্য।

দ্বিতীয়ার্ধে আরও একবার ব্যবধান বাড়ানোর সুযোগ আসে রিয়ালের সামনে, কিন্তু এমবাপ্পের পেনাল্টি রুখে দেন বার্সার গোলরক্ষক ভইচেখ শেজনি। শেষ দিকে উত্তেজনা চরমে ওঠে, অতিরিক্ত সময়ে (৯০+১০ মিনিটে) লাল কার্ড দেখেন পেদ্রি, এরপর বেঞ্চ থেকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে।

এই জয়ে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ (বার্সা ২২ পয়েন্ট)। লা লিগায় এটি রিয়ালের টানা ১২তম জয়, মৌসুমে একমাত্র হারটি এসেছে সেপ্টেম্বরের অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে (৫–২)।

অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার মৌসুমের তৃতীয় পরাজয়। এর আগে তারা হেরেছিল পিএসজির (২–১) ও সেভিয়ার (৪–১) বিপক্ষে।


শেয়ার করুন

Similar Posts